মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাশোলে

Spread the love

মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে ও সিউড়ী মহকুমা অবর বিদ্যালয় পরিদর্শকদের ব্যবস্থাপনায় এবং খয়রাশোল ও খয়রাসোল দক্ষিণ চক্রের আয়োজনে প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়,মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের পড়ুয়াদের নিয়ে যোগা,দৌড়,জিমনাস্টিক, আলুদৌড়,লংজাম্প, হাইজাম্প সহ মোট ৩৪ টি ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। উল্লেখ্য পঞ্চায়েত ভিত্তিক খেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ১ম স্থান অধিকার করে তারা সার্কেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে আবার যে সমস্ত ছাত্রছাত্রী ১ম স্থান অধিকার করে তারাই মূলত এদিন শুক্রবার সিউড়ী মহকুমা ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোকপুর থানার নাকড়াকোন্দা হাইস্কুল মাঠে চূড়ান্ত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের খেলায় ইভেন্ট অনুযায়ী ১ম,২য় ও ৩য় স্থানাধিকারীদের শংসাপত্র সহ পুরস্কৃত করা হয়। আজকের প্রতিযোগিতায় থেকে যেসমস্ত প্রতিযোগিরা ১ম ও ২য় স্থান অধিকার করেছে তারা জেলা পর্যায়ের খেলায় অংশ নিতে পারবে বলে জানা যায়।
উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ডঃ প্রলয় নায়েক,এ আই আনারুল ইসলাম,১২টি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকেরা,যুগ্ম আহ্বায়ক অবর বিদ্যালয় পরিদর্শক খয়রাশোল রবিউল ইসলাম ও আশিষ মাহাত,লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক শ্যামল গায়েন, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *