মহাপ্রভুর মন্দির সংলগ্ন এলাকা জুড়ে উন্নয়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করলেন জেলা শাসক
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের ময়নাডাল গ্রামে মহাপ্রভুর মন্দির সংলগ্ন এলাকা জুড়ে উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখলেন বীরভূম জেলাশাসক বিধান রায়।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ময়নাডালের মন্দির সংলগ্ন এলাকা সুচারুভাবে সাজানোর লক্ষ্যে মূলত এদিনের পরিদর্শন বলে জানা যায়। ময়নাডালের মহাপ্রভুর মন্দিরে যে সমস্ত পূন্যার্থীরা আসেন তাদের রাত্রিযাপনের জন্য একটি কমিউনিটি হল বা পূন্যার্থীদের রাত্রি বাসের বাসস্থান,মন্দির লাগোয়া এলাকায় যে পুকুরটি রয়েছে সেটির সংস্কার, নিকাশি নালা ইত্যাদি বিষয়ে সরেজমিনে খুটিয়ে দেখেন।সেই সাথে মন্দির কমিটির সদস্যদের নিয়ে একপ্রস্থ আলোচনা পর্ব সারেন।
জেলাশাসক বলেন খয়রাশোলের বলরাম প্রভূর মন্দির,পুরাতন বক্রেশ্বর ও গীতা ভবনের সার্বিক উন্নয়ন কিভাবে করা যায় সে সম্পর্কেও কথাও বলেন।এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়ন হলে তীর্থযাত্রীরা,পুন্যার্থীরা বা দর্শনার্থীরা বেশী সংখ্যক এই এলাকায় আসবেন। ময়নাডাল পরিদর্শন পরবর্তীতে ১৪নাম্বার জাতীয় সড়কের ফোর লেনের যে কাজ চলছে সেটিও খতিয়ে দেখার জন্য রওনা দেন।পরিদর্শন দলে
উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলী,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,ময়নাডাল মহাপ্রভু সেবা সমিতির সভাপতি প্রাণগোরা মিত্র ঠাকুর সহ অন্যান্যরা।