মহালয়ার পুণ্য লগ্নে ‘সু-সম্পর্ক’ পরিবার অবহেলিত শিশুদের হাতে তুলে দিল পুজোর নতুন জামা
নিজস্ব প্রতিনিধি,
রবিবার মহালয়ার দিন ঠাকুরপুকুর নবপল্লী অঞ্চলে ৩০ জন অসহায় শিশুকে নিয়ে একটি শারদীয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সু-সম্পর্ক পরিবার । এই শিশুগুলির নাচ, গান , আবৃত্তি পরিবেশনা উপস্থিত বিশিষ্ট দর্শকমন্ডলীকে বিভোর করে রেখেছিল অনুষ্ঠানের পরবর্তী অংশে তাদের হাতে নতুন জামা তুলে দেন সুসম্পর্ক পরিবারের বেশকিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন এবং এদের হাতে সুস্বাদু খাবার তুলে দেয় রাইডার গ্রুপ ‘র’ । ।অনুষ্ঠান শেষে সু-সম্পর্ক সংস্থার কর্ণধার অরবিন্দ সিংহ বলেন এই দুর্গাপূজা তে ইনারা বিভিন্ন পিছিয়ে পরা অঞ্চলের ২৫০ জন অসহায় শিশুর হাতে নতুন জামা এবং সুস্বাদু খাবার তুলে দেবেন এদিন থেকে এই অনুষ্ঠানের সূচনা হলো এবং তিনি আহ্বান জানান সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা সবাই একটি নতুন সমাজ গড়ে তুলতে পারবো ।