মহাষষ্ঠীর সন্ধ্যায় খয়রাসোলে আমরা সকলের মঞ্চে নাটক বৃদ্ধাশ্রমে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- গতকাল মহাষষ্ঠীর সন্ধ্যায় চারিদিকে মন্ডপে মন্ডপে আলোক শয্যায় সজ্জিত হয়ে উঠেছে রংবেরঙের বাহার।এরই মধ্যে কচিকাঁচা সহ বড়দের ঠাকুর দর্শন এর চিত্র দেখা যায় খয়রাসোলের আমরা সকলে ক্লাবের দুর্গা প্রতিমা ঘিরে। সেই সাথে বাড়তি পাওনা হিসেবে এলাকাবাসী আমরা সকলের মঞ্চেই দেখতে পান একটি সামাজিক নাটক। বর্তমান সমাজের প্রেক্ষাপটে রচিত বয়স্ক মা-বাবাদের বোঝা হিসেবে চিহ্নিত করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার এক রোমহর্ষক জলন্ত প্রতিচ্ছবি। খয়রাসোলের বাসিন্দা প্রদীপ ঘোষের লেখা নাটক বৃদ্ধাশ্রমে।সেটাতে অভিনয় করে স্থানীয় পাড়ার কচিকাঁচারা। অভিনয় দেখার জন্য শিশু শিল্পীদের অভিভাবক সহ স্থানীয় জনমানসের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।স্থানীয় বাসিন্দা তথা আবৃত্তিকার মীনাক্ষী লাহা পন্ডিত এক সাক্ষাৎকার বলেন প্রদীপ ঘোষ তার লেখনিতে নাটকের মাধ্যমে বর্তমান সমাজের জ্বলন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন। কচিকাদের অভিনয় ছিল দুর্দান্ত।নাটক থেকে আমরা যেন সকলেই সেই শিক্ষা নিই বয়স্ক মা-বাবাদের বোঝা হিসেবে না ভেবে বৃদ্ধাশ্রমে না রেখে তাদের আদর যত্ন করি সম্মানের সহিত সেই বার্তায় ছড়ানো হয় এদিন নাটকের মাধ্যমে।