মহাসমারোহে চলছে ছট পুজো
সেখ সামসুদ্দিন, ২৭ অক্টোবরঃ সারা দেশের সঙ্গে মেমারি শহরেও মহাসমারোহে চলছে ছট পুজো। অন্যান্য বছরের তুলনায় এবারে পুজোর ভিড় অনেক বেশি। মেমারি হাটপুকুরে দেখা যায় পুজোর ডালা জিটিরোড সাইড পর্যন্ত লাইন পড়ে। সূর্য অস্ত যেতে না যেতেই যেখানে ফাঁকা হয়ে যায় সেখানে দেখা যায় সন্ধ্যা গড়ালেও মানুষের ঢল কমে না। এদিন হাটপুকুরে হিন্দি ভাষী মানুষদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, ১, ২, ৫, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যুব, ছাত্র সহ নেতৃত্ববৃন্দ। শহরের নল পুকুর, কদম পুকুর, কল পুকুর, কেন্দপলা ঘাট সহ সর্বত্র একই দৃশ্য দেখা যায়।
