মহা ধুমধামে অনুষ্ঠিত হলো গ্রহরাজের পুজো,
মঙ্গলকোটের নতুনগ্রামে উপস্থিত বিধায়ক।
অন্যভোগ খেলেন প্রায় তিন হাজার মানুষ।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনগ্রামে দীর্ঘদিন ধর্মীয় রীতি মেনে পালিত হচ্ছে গ্রহরাজের পুজো।
পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
পাশাপাশি খাওয়ানো হয় খিচুড়ি ভোগ এলাকার প্রায় বিভিন্ন গ্রাম থেকে 3000 মানুষ এই ভোগ গান।
পুজো দিতে আসেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী।
তিনি এলাকার মানুষের জন্য সুস্থতা কামনা করেন।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।