মহা সমারোহে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন, খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ১৫ ই আগষ্ট । সমগ্র দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান,ব্লক,থানা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সংগঠন সমূহ নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের খবর পাওয়া যায়। এদিন খয়রাশোল ব্লক চত্ত্বর অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও ড. সৌমেন্দু গাঙ্গুলী ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর।খয়রাশোল থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন ওসি সেখ কাবুল আলী।অন্যদিকে লোকপুর থানায় পতাকা উত্তোলন করেন ওসি পার্থ ঘোষ।
উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।পাশাপাশি খয়রাশোল থানা লাগোয়া বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাশোল থানার ও সি সেখ কাবুল আলি।তাছাড়াও ছিলেন সমাজসেবী মাধব চন্দ্র লাাহা,অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মন্ডল,লোকশিল্পী নারায়ন কর্মকার প্রমুখ।এদিন দুুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম ও অভেদানন্দ সেবা মঙ্গলের তরফে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তিরত রোগীদের মধ্যে ফল ও মিষ্টির প্যাকেট বিতরণ করেন আশ্রম কতৃপক্ষ। উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দজী মহারাজ,ব্রহ্মচারী অমৃত চৈতন্য মহাদেবানন্দ,সমাজসেবী সুকুমার মন্ডল সহ অন্যান্যরা।উল্লেখ্য দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন ছাত্র বর্তমানে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডাঃ সৈয়দ সঞ্জয় হোসেন ও উনাদের সঙ্গে ছিলেন।আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দজী মহারাজ।