মহিলাদের সিন্দুর খেলার মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- খয়রাসোল ব্লকের লোকপুর গ্রামে একাদশীর দিন প্রতিমা বিসর্জন ঘিরে মহিলাদের মধ্যে সিন্দুর খেলা এবং কচিকাঁচা সহ সকল বয়সী মানুষের আনন্দ উচ্ছাসে শোভাযাত্রা বের হয় বাদ্যযন্ত্র সহযোগে বুধবার বিকেলে। জানা যায় লোকপুর গ্রামেই সাতটি প্রতিমা নিয়ে একত্রে গ্রাম পরিক্রমা শেষে বিসর্জন করা হবে।বিসর্জন ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় বাজার,বাসষ্ট্যান্ড সহ জনবহুল এলাকায় পুলিশি মোতায়েন করা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান স্থানীয় সমাজসেবী দীপক শীল ও স্থানীয় গৃহবধূ পম্পা নন্দী।