মহিলা চিকিৎসকের হত্যায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল

Spread the love

মহিলা চিকিৎসকের হত্যায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল

সেখ সামসুদ্দিন, ১৪ আগস্টঃ কলকাতা আরজিকর হাসপাতাল কর্মরত মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য উত্তাল। আজ রাজ্যে সমস্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দেওয়া হলেও মেমারি গ্রামীণ হাসপাতালে বেলা বারোটা পর্যন্ত আউটডোর পরিষেবা দেওয়া হয়। তারপর হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স, আশা কর্মীসহ সমস্ত স্বাস্থ্য কর্মীরা মেমারি শহরে একটি মৌন মিছিল বার করে। এই মিছিল থেকে যথাযত তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। মেমারি হাসপাতালে বি এম ও এইচ জানান বেলা বারোটার পর আউটডোর পরিষেবা বন্ধ করা হলেও জরুরী পরিষেবা চালু রাখা আছে। চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার কথা ভেবেই রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি এই মৌন মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *