মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের

Spread the love

মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আরজিকরে মহিলা চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সেরূপ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার রামপুরহাটে জাতীয় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতীকি হিসেবে কিছুক্ষণ পথ অবরোধ করা হয়।হাসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মিলটন রসিদ বলেন আজকের দাবি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি। উক্ত ঘটনায় একজন জড়িত হতে পারে না। আরো অন্য কেউ আছে তাদের ধরার ব্যবস্থা করতে হবে। তাদের মাথাকে ধরার ব্যবস্থা করা।রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে একাজে একজন নয় আরো কোনো মাথা জড়িয়ে আছে। এখানকার পুলিশ বা রাজ্য সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। যদি রাজ্য পুলিশ না পারে তাহলে দয়া করে সিবিআই এর হাতে ছেড়ে দেন। সর্বশেষ বক্তব্য পশ্চিম বঙ্গে যে অরাজকতা চলছে, স্বাস্থ্য কেন্দ্রে যে অরাজকতা চলছে তার প্রেক্ষিতে রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবী করা হচ্ছে বলে এক সাক্ষাৎকারে বলেন মিল্টন রসিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *