মহিলা সম্মেলন উপলক্ষে বাংলা সংস্কৃতি মঞ্চের পঞ্চায়েত ভিত্তিক গ্রাম্য সভা, রামপুরহাটে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আগামী ৪ ই নভেম্বর বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা সদর সিউড়িতে। সেই উপলক্ষে জেলার বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক গ্রাম্য সভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মোতাবেক রবিবার রামপুরহাট এক নম্বর ব্লকের মাসড়া গ্রাম পঞ্চায়েতের সালবাদরা ও মাসড়া গ্রামে একটি করে সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে মূলত আলোচনার বিষয় ছিলো গ্রামীণ এলাকার মানুষের সাথে যোগাযোগে নিবিড় সম্পর্ক স্থাপন।তাছাড়া মহিলাদের পাশে থেকে তাদের সাস্থ্য পরিষেবা,শিক্ষা,আর্থিক কাঠামো উন্নতিকরণ,সরকারী পরিষেবা থেকে পিছিয়ে পড়া ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সভাপতি রাজকুমার ফুলমালি,জেলা কমিটির সদস্য এম এ জামান,সুদীপ দাস, জেলা কামিটির যুব নেতা মহঃ রিপন। এছাড়াও রামপুরহাট মহকুমা এলাকার দলীয় অবজারভার মুক্তার, রামপুরহাট ১ নম্বর ব্লক কমিটির সভাপতি আমিনুল সেখ সহ মিঠুন শেখ, ধনসাদ শেখ,দিনুবন্ধু সাহা প্রমুখ নেতৃত্ব।