মাইথনে নৌকাচালকদের
নৌকা ঘাট নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব অবশেষে মিটল
কাজল মিত্র :-বাংলা ঝাড়খন্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মাইথন আর এই মাইথনে নতুন বছরের শুরু থেকে কয়েকটা মাস পর্যটকদের আসাযাওয়া লেগেই থাকে।
আর এই সময় মাইথনে নৌকা চালকদের এলাকা নির্দিষ্ট করা নিয়ে দীর্ঘদিন ধরে একটি ঝামেলার সৃষ্টি হচ্ছিল যা নিয়ে বুধবার ব্লক অফিসে একটি বৈঠক ডাকা হয় ।যেখানে সকল নৌকা চালক সহ সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ পতি মন্ডল সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র , সমাজসেবী, ভোলা সিং সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ
মইনুল হক, কল্যানেশ্বরী ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা মনোজ তেওয়ারী এই বৈঠকে উপস্থিত ছিলেন।
সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন মাইথন জলাধারের কাশিডাঙ্গা ঘাট
ও অন্যান্য ঘাট নিয়ে আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের নৌকাচালকদের মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছিল ।সেই সমস্যা মেটাতে
ব্লক থেকে জানিয়ে দেওয়া হয় যে কাশিডাঙ্গা ঘাট রয়েছে তা কেবল মাত্র আদিবাসীদের নৌকা চলবে বাকি মাইথন জলাধারের যে তিনটি অতি পরিচিত ঘাট থার্ড ডাইক, সুলেমান পার্ক এবং ফায়ারিং রেঞ্জ আগের মতই অন্যান্য নৌকা চালকদের জন্য নির্দিষ্ট থাকছে।