মাইনোরিটি ফোরাম এর সাংগঠনিক বৈঠক বারাসাতে
পারিজাত মোল্লা,
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে বেঙ্গল মাইনরিটি ফোরামের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী দিনে সংগঠনের মিটি নির্ধারণ ও পিছিয়ে পড়া সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। আগামী দিনে জেলা ভিত্তিক এস আই আর এর সচেতনতামূলক সভা করবে বেঙ্গল মাইনোরিটি ফোরাম উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন দেশ রক্ষার্থে একতাই শক্তি — এই কথাটির অর্থ হলো, দেশের নিরাপত্তা, অগ্রগতি ও শান্তি বজায় রাখার জন্য জাতির মানুষকে এক হয়ে কাজ করতে হবে।
একতা হলো জাতির মেরুদণ্ড। যখন দেশের মানুষ ধর্ম, জাতি, ভাষা বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে একত্রে কাজ করে, তখন দেশ অজেয় হয়ে ওঠে। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা সম্ভব নয়। তাই দেশরক্ষার মূল শক্তি হলো জনগণের ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতা।
সভাপতি শেখ মইনুল হক, সহ-সম্পাদক শেখ ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি হাবিব আজম বদরুল আলম কোষাধক্ষ শেখ শামীম আলতাফ, শেখ জাহির আব্বাস জেলা সম্পাদক মাওলানা আকবর আলী সভাপতি হাবিবুর রহমান গাজী, নিজামুদ্দিন, মহসিন ঢালী প্রমূখ।
