‘মাইন্ড রিডিং’ (মন পড়ার) কর্মশালা
সেখ সামসুদ্দিন, ১৩ সেপ্টেম্বরঃ শিক্ষাজগতে প্রতিযোগিতা, স্নাতক পরবর্তীতে কর্মজগতে প্রবেশের চাপ কিংবা ব্যাক্তিগত সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি নানা কারণে কলেজ পড়ুয়ারা অনেক সময় বিপথে চালিত হয় বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। তাই তাদের মনের চাপ বুঝতে “মাইন্ড রিডিং” শীর্ষক বিশেষ কর্মশালা আয়োজিত হয় মঙ্গলকোটের গভর্মেন্ট জেনারেল ডিগ্রী কলেজে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান ‘বিশেষজ্ঞ শুভ্রজিৎ দাস পড়ুয়াদেরকে আত্মিক একাগ্রতা ও আত্মিক ক্ষমতা ব্যবহারে মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি হাতে কলমে শেখান’। শতাধিক পড়ুয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড: প্রদীপ্ত কুমার বাসু ও অনান্য শিক্ষক শিক্ষিকাগণ।