মাই ভারতের অন্তর্গত বাঁকুড়া নেহেরু ও যুব কেন্দ্রের উদ্যোগে সমগ্র জেলা জুড়ে চলছে স্বচ্ছতা সেবা কর্মসূচি।
সাধন মন্ডল বাঁকুড়া:-
১৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি চলবে ২ অক্টোবর পর্যন্ত।
বিভিন্ন জায়গায় প্লাস্টিক এবং প্লাস্টিকের ব্যবহার করা সামগ্রী সংগ্রহ করা এবং জায়গাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা এই কর্মসূচির অঙ্গ নানা ঐতিহাসিক স্থান, সরকারি কার্যালয়, অমৃত সরোবর, পর্যটনকেন্দ্র এগুলি প্লাস্টিক মুক্ত করে তোলার চেষ্টা করা হবে বলে জানান বাঁকুড়া জেলা নেহরু যুব কেন্দ্রের যুব আধিকারিক শ্রীমতি অন্বেষা ভট্টাচার্য।
ইতিমধ্যে প্রায় বাইশটি ব্লক জুড়ে প্রায় ৫০০০ কেজি বজ্য প্লাস্টিক সংগ্রহ করেছে নেহরু ও যুব কেন্দ্র অনুমোদিত বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। সেগুলিকে সুপরিকল্পিতভাবে নিক্ষেপ করা হবে বলে জানান শ্রীমতি ভট্টাচার্য।