‘মাটির সৃষ্টি প্রকল্পের’ কাজ পরিদর্শনে বীরভূম জেলাশাসক,রাজনগর এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে ‘মাটির সৃষ্টি প্রকল্পের’ কাজ পরিদর্শন করতে সরজমিনে উপস্থিত হন বীরভূম জেলাশাসক শশাঙ্ক শেঠী।
রাজনগর ব্লক কৃষি দপ্তরের তরফে ‘মাটির সৃষ্টি প্রকল্পে’ বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে স্থানীয় ব্লকের বিভিন্ন গ্রামে।
গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকারের এক বিপ্লবিক কর্মসূচি হচ্ছে “মাটির সৃষ্টি প্রকল্প”।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে নবান্ন থেকে এই প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর মতে পরিবেশ বান্ধব এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে।
সেই লক্ষ্যেই রাজনগর ব্লকেও মাটির সৃষ্টি প্রকল্পে কাজ শুরু হয়েছে।সেইরূপ কর্মসূচি রাজনগরের ঢাকা গ্রামেও চলছে।উক্ত প্রকল্পের অধীনে এলাকায় সেচের জন্য পুকুর খনন, বাদাম, অড়হড়, বরবটি, ভুট্টা চাষ, সহ পশু-প্রাণী পালন, সহ বিভিন্ন কর্মসূচি চলছে। স্বনির্ভর দলের মহিলারা এই কাজে নিযুক্ত রয়েছেন এবং তাঁরা আর্থিক দিক থেকে স্বনির্ভর হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে। জেলাশাসক শশাঙ্ক শেঠি বৃহস্পতিবার ঢাকা গ্রামে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের সাথে কথা বলে এখানকার কাজ কর্মের বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনে
জেলাশাসক শশাঙ্ক শেঠী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিশ্বজিত মোদক, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার শিবনাথ ঘোষ, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজিৎ মন্ডল প্রমূখ ।