মাড়গ্রাম থানার ওসি মহঃ মিকাইল মিঞার মানবিক মুখ

Spread the love

মাড়গ্রাম থানার ওসি মহঃ মিকাইল মিঞার মানবিক মুখ

সেখ রিয়াজউদ্দিন,রামপুরহাট :- তাপপ্রবাহের দাপাদাপিতে নাজেহাল বীরভূম জেলাবাসী।সকাল দশটা বাজতে না বাজতেই তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে জমজমাট হয়ে ওঠেছে গণ উৎসব তথা ভোট উৎসব। সেই প্রেক্ষিতে গরম থেকে কঠিন গরমের মধ্যেও জনজীবনে চলাচল লক্ষনীয়। তাপমাত্রার উপর সবসময় রয়েছে আবহাওয়া দপ্তরের নজর। মানুষকে সচেতনতা বার্তা দিতে আবহাওয়া দপ্তর সবসময় যেমন নজরদারি চালাচ্ছে তেমনি জারি করা হচ্ছে সতর্কতা।তবুও বিভিন্ন পেশা এবং জরুরি কাজের তাগিদে প্রখর রৌদ্র উপেক্ষা করেই রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। ঠাঁ ঠাঁ রৌদ্র মাথায় নিয়েও ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি পুলিশ ও সিভিকরাও প্রখর রৌদ্র মাথায় নিয়ে পথ নিরাপত্তা থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রাস্তায় অবতীর্ণ।আর এই সমস্ত মানুষদের কথা ভেবেই এবং তাদের পাশে দাড়ানো তথা কিছুটা হলেও কষ্ট লাঘবের লক্ষ্যে মাড়গ্রাম থানার ওসি মহঃ মিকাইল মিঞার আন্তরিকতায় স্থানীয় থানা এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় জলছত্রের ব্যবস্থা তথা স্টল খুলে দেওয়া হয় । সিভিক ভলেন্টিয়ার্স ও অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে এই জলসত্রের আয়োজন সাধারণ মানুষের সাহায্যার্থে বলে জানা যায়। শুক্রবার মাড়গ্রাম থানার ওসি মহঃ মিকাইল মিঞা অন্যান্য পুলিশ ও সিভিকদের নিয়ে নিজের হাতে পথ চলতি ব্যাক্তিদেরকে জল পান করান। উল্লেখ্য ইতিপূর্বেই মারগ্রাম থানার ওসি মহঃ মিকাইল মিঞার উদ্যোগে ট্রাফিকের মধ্যে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদেরকে গ্লুকোজ সহ ঠান্ডা পানীয় জল প্রদান করা হয়। মাড়গ্রাম থানার ওসির এরূপ মানবিক মুখ দেখে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *