সাধন মন্ডল বাঁকুড়া, :—-
মাদক আসক্ত মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক আলোচনা সভা
মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হল মাদকের সহজলভ্যতা। এ ছাড়াও পারিবারিক কলহ, বেকারত্ব, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা ইত্যাদি কারণেও যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। রবিবার নেহরু যুব কেন্দ্র বাঁকুড়ার উদ্যোগে গদারহার অগ্রগতি সোসাইটির পরিচালনায় গদার হার প্রাথমিক বিদ্যালয়ে মাদক আসক্ত মুক্ত সমাজ গড়তে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । সমাজকে মাদক আসক্ত মুক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও কি করলে সমাজ মাদক মুক্ত হয়ে উঠবে সেই বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে বললেন মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হলো মাদকের সহজলভ্যতা। এছাড়া পারিবারিক কল হয় বেকারত্ব হতাশা ইত্যাদি কারণে যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে।পাশাপাশি দিন বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন পড়ুয়া ও যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।
মাদকাসক্ত এক ভয়াবহ মরণব্যাধি। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার একটি অন্যতম সমস্যা হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। বর্তমানে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। শহর থেকে শুরু করে গ্রামেও এটি সহজলভ্য। আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাজা, ফেনসিডিল, মদ, আফিম, হেরোইন, কোকেন, প্যাথেডিন, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এমনকি জুতার আঠাও রয়েছে। এসব ভয়ানক নেশা জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে বলে উপস্থিত বিশিষ্টরা ও বক্তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য্য , বিশিষ্ট সমাজকর্মী মহাদেব দুলে, চিরঞ্জিত মুখার্জি, গদারহার অগ্রগতি সোসাইটির সম্পাদক তাপস কুমার ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানটিকে ঘিরে গদারহার এলাকায় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।