মাধ্যমিকে দশম স্থানাধিকারী জঙ্গলমহলের কৃতিকে সম্বর্ধনা রাইপুর বিডিওর:

Spread the love

মাধ্যমিকে দশম স্থানাধিকারী জঙ্গলমহলের কৃতিকে সম্বর্ধনা রাইপুর বিডিওর:

—সাধণ মন্ডল বাঁকুড়া:–২০২৪ এর মাধ্যমিক পরীক্ষায় যে মেধা তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ সেখানে জঙ্গলমহলের গড় রায়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ মন্ডল ৬৮৪ নাম্বার পেয়ে রাজ্যে দশম ও বাঁকুড়া জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তার এই সাফল্যে খুশি হয়ে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস তাকে তার কক্ষে ডেকে সম্বর্ধনা দেন ।তার হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট , বই ও মানপত্র তুলে দেওয়া হয় এ ব্যাপারে রায়পুর সমস্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন সৌম্যদীপ আমাদের ব্লকের মুখ উজ্জ্বল করেছে। আমরা তাকে সম্বর্ধনা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি , তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সম্বর্ধনা হাতে পেয়ে সৌম্যদীপ বলেন আমাদের ব্লক প্রশাসনের আধিকারিক বিডিও সাহেবের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। এ দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে তার সাথে ছিলেন তার বাবা লক্ষীকান্ত মন্ডল ও মা মহুয়া নাদ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *