মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সভা সিউড়ীতে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারেও ২০২৩ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সিউড়ীর সত্যপ্রিয় ভবন তথা অল বেঙ্গল টিচার এ্যাসোসিয়েশন এর সভাকক্ষে রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় পড়ুয়াদের মধ্যে। উদ্যোক্তা ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগ। এদিন সিউড়ী ১ নম্বর ও ২ নম্বর ব্লকের ৩০ টি স্কুলের মোট ৮০ জন ছাত্র ছাত্রীদের কে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য মাধ্যমিক পাশ করা প্রতিবন্ধী ছাত্র মহাদেব শর্মাকে ৫০০০ টাকা এবং জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ফুটবল খেলায় জয়ী ফুটবলার আব্দুল কাদেরকে একটি ফুটবল
দেওয়া হয়।ইতিপূর্বে সাহায্য প্রাপ্ত ছাত্র রমেশ টুডুকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যাপকবৃন্দ, রুদ্রদেব বর্মন, সুদীপ্ত দত্ত, ডাঃ স্বপন মণ্ডল,বিজ্ঞান আন্দোলনের কর্মী ডঃ দেবাশিস পাল,সাংস্কৃতিক কর্মী সাজ্জাদ আলি খান প্রমুখ।আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন এস এফ আই এর জেলা সম্পাদক শৌভিক দাসবক্সী।