মাধ্যমিক পরীক্ষার্থীকে গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন লোকপুর থানার ওসি

Spread the love

মাধ্যমিক পরীক্ষার্থীকে গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন লোকপুর থানার ওসি

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড়ো পরীক্ষা। তাইতো পরীক্ষার মুহূর্তে অনেকেই নার্ভাস হয়ে পড়ে। কিম্বা নানা রকম চিন্তা ভাবনা করার ফলে বহু সময় হাতের কাছে জিনিস খুঁজে পাওয়া যায় না। সেই রকম পরিস্থিতির স্বীকার এক মাধ্যমিক পরীক্ষার্থী। জানা যায় লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় বারাবন জঙ্গলের কাছে দেখতে পান একজন মাধ্যমিক পরীক্ষার্থী খুব হন্তদন্ত হয়ে সাইকেল চালিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল ১০:২৮ মিনিট। এদিকে মাধ্যমিক পরীক্ষার নির্দিষ্ট সময়সীমা সকাল ১০:৪৫ মিনিট। যাহা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রের মধ্যে পৌঁছানো দুঃসাধ্য ব্যাপার। সেই কথা মাথায় রেখে লোকপুর থানার ওসি তৎক্ষনাৎ রাস্তায় চলামান একটি টোটো রিকশা কে দাঁড় করিয়ে সাইকেল সহ পরীক্ষার্থীটিকে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। সেখানে গিয়ে দেখা দেয় ফের এক বিপত্তি।পরীক্ষাকেন্দ্রে সঠিকসময়ে পৌঁছানোর পর জানা যা যে পরীক্ষার্থীটি নিজের এ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গেছে। লোকপুর থানার বড়বাবুর আদেশে পুলিশকর্মীর সাহায্যে পরীক্ষার্থীর এ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসার ব্যবস্থা করেন এবং পরীক্ষার্থীটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। জানা যায় পরীক্ষার্থী স্থানীয় থানার বারাবন গ্রামের কিসমত আলি খান ওরফে মন্টু খান এর মেয়ে সাইনা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *