মানবজীবন যখন একটাই
নার্গিস পারভীন (বাজেপ্রতাপপুর, পূর্ব বর্ধমান)
আমার সবটুকু সঁপে দিয়েই
তবে খুঁজেছি প্রস্থানের পথ,
যেটুকু আবদার রেখেছিলাম তার কাছে
সেটুকু ফিরিয়ে নিলে
খুব বেশি কি কার্পণ্য হবে?
নাকি উদাসীনতার পান্ডুর চোখ থেকে
নিজেকে মাত্র ৯৯° বামদিকে ঝোঁকালে
খুব বেশি অবিচার হবে?
অসম প্রার্থনা যদি বিফল হয়,
পাথর প্রতিমার মতো যদি কেউ থাকে নিশ্চল,
তোমরা কি বলবে? মাথা ঠুকে রক্ত ঝরাও,
প্রাণপাত করো–যতক্ষণ না হৃদয় বিগলিত হয় তার!
এতটা অন্ধবিশ্বাস আমার মনে ছিল না কখনো,
এখনো নেই।
আমি বিশ্বাস করি এ মানব জন্ম আমার
পেয়েছি শুধু একবার– কোটি মানবের ভিড়ে!
বাকিটা মাটির বুকে উৎসারিত যখন জৈব সার,
ভ্রমের মরীচিকায় কেন, আর কতোকাল?
সূর্যটা জ্বলেছে যখন মাথার উপরে একবার,
চাঁদটা দিয়েছে ধরা পৃথিবীর বুকে,
ছুঁয়েছে বাতাস আমায়,
তখন কেন আমি প্রাণহীন বেদীতে করবো কাল ক্ষয়?
আমার যতটা প্রাণ আছে
তার সবটা নিয়েই যদি পৃথিবীটাকে আঁকড়ে ধরি,
প্রয়োজনে তোমার মিথ্যার আসন ঠেলে
খুঁজে ফিরি অন্য পথ–
খুব কি অনিয়ম হবে?
অনিশ্চয়তার সবকিছু ছেড়ে
যদি হতে হয় যাযাবর,
আমি বারবার হতে চাই,
কিংবা নিশাচর– ক্ষতি কি তাতে
এ মানব জীবন যখন একটাই??