ভাতারের সোদখালি কলেজ মাঠে গতকাল বিষ খেয়ে মারা গেয়ে ছিল চারটি ছাগল, একটি গরু, ছাগল মালিকদের ছাগল কিনে মঙ্গলবার ছটার ফিরিয়ে দিলেন ভাতার থানার ওসি।
পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের সোদখালি কলেজ মাঠে কে, বা কারা মাঠের চতুর দিকে বিষ দিয়ে দেওয়ায় সেই বিষ খেয়ে গতকাল মারা গেয়ে ছিল একটি গরু, চারটি ছাগল। খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে গো পালক ও ছাগলের মালিকরা জানান যে তাদেরকে কেউ কোন সতর্ক বার্তা দেয়নি।
গতকাল এ বিষয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ করেন গ্রামবাসী। গতকালই ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রসেনজিৎ দত্ত ছাগল পালকদের আশ্বস্ত করেন যে তাদের একটা ব্যবস্থা করে দিবেন তিনি।
আজ ছাগল কিনে ওই মালিকদের হাতে ফিরিয়ে দিলেন ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত।
এক ছাগল মালিক শামসুদ্দিন আনসার আলী জানান যে, গতকাল বড়বাবু বলেছিলেন একটা ব্যবস্থা করে দেবেন কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবেন বুঝে উঠতে পারেনি। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বড় বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে আইনি সাজার ব্যবস্থা করুক ওসি।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।