মানবিক রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু
। সাধন মন্ডল বাঁকুড়া:—-শুক্রবার বাঁকুড়া স্টেডিয়ামে ছিল প্রাথমিক বিদ্যালয় ,শিশু শিক্ষা কেন্দ্র, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ছাত্র-ছাত্রীদের ৪০ তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে মাঠে হাজির হয় তাদের মার্চ পাস্ট শুরু হওয়ার পর হঠাৎ সারেঙ্গা ব্লকের মাজুরিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাড়াতাড়ি তাকে মাঠ থেকে মহাকুমার জন্য নির্দিষ্ট করা তাবুতে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে মঞ্চে উপস্থিত থাকা রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু তাবুতে ছুটে আসেন এবং প্রতিযোগী শিশুটির পাশে দাঁড়ান। তাকে মনোবল যোগান। তাকে সাহস দিয়ে বলেন চিন্তা করো না তোমার কিছু হয়নি, এখনই ডাক্তারবাবু এসে তোমার চিকিৎসা করবেন তুমি অবশ্যই খেলতে পারবে। এবং তিনি উদ্যোক্তাদের তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসার আবেদন জানান। খুব অল্প সময়ের মধ্যেই ডাক্তারবাবু এসে পৌঁছান এবং তাকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন। অসুস্থ হওয়া ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়ককে কৃতজ্ঞতা জানান সারেঙ্গা এলাকার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মহকুমার জন্য বরাদ্দ তাবুতে উপস্থিত হওয়া অভিভাবক বৃন্দ।