মানসিক বিকারগ্রস্থ যুবকের মারে জখম এক ভিলেজ পুলিশ সহ পাঁচজন।
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
ফের মানসিক বিকারগ্রস্ত যুবকের তাণ্ডব সড়কপথে। তাণ্ডব থামাতে গিয়ে জখম এক ভিলেজে পুলিশ সহ ৫ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড়ের আলিনগর এলাকায়। জানা গেছে, ভাতাড়ের আলিনগরের বাসিন্দা সেখ সাদ্দাম মানসিক রোগী বলে দাবি পরিবারের। স্থানীয়দের দাবি, এদিন দুপুরে বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের আলীনগর মোরে রাস্তার উপর দাঁড়িয়ে যানবাহন আটকে তাণ্ডব চালাতে থাকে ওই যুবক। স্থানীয় বাসিন্দা এনামুল করিম,মুন্সী তৌহিদ, ভিলেজ পুলিশ আসরাফুল আজিম সহ বেশ কিছু জন ওই যুবককে শান্ত করার চেষ্টা করতে গেলে ওই যুবক মোটা কাঠ দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ওই ভিলেজ পুলিশ সহ পাঁচ জন জখম হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে মানসিক চিকিৎসালয়ে নিয়ে যান। পরিবারের লোকজনদের হাত ফস্কে ওই যুবক বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোম থেকে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, দিন দুয়েক আগে ওই যুবক ভাতাড়ের এরুয়ারে গিয়ে বিধায়কের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে বলে জানা গেছে। সেখান থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসালয়ে আনার পথে পুলিশের গাড়ি থেকে নেমে কার্যত রাস্তায় গাড়ির সামনের শুয়ে পড়ে। ওই যুবককে বাগে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় পুলিশকে। দুদিনের মাথায় আবারও ওই যুবকের মারে জখম এক ভিলেজ পুলিশ সহ পাঁচজন। শুক্রবারের ঘটনায় যুবকের তান্ডব দেখে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। জখম ব্যক্তিরা ভাতার হাসপাতালে চিকিৎসার পর ভাতাড় থানার পুলিশের দ্বারস্থ হন। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জখম ব্যক্তিরা।