স্থানীয় মাফিয়াদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক স্কুল শিক্ষক।হাইকোর্টে বুধবার পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মামলা করেন তিনি। তাঁর অভিযোগ, – তার বাড়ি দখল করে নিয়েছে মাফিয়ারা। জলের পাইপ কেটে দিয়েছে। নিম্ন আদালতের নির্দেশ রয়েছে পুলিশকে সাহায্য করার। কিন্তু তার পরও মালদার গাজল থানার পুলিশ তাকে সাহায্য করছে না। আদালতের নির্দেশ থাকা সত্বেও মাফিয়ারা তার বাড়ি দখল করে বসে আছে’। মামলাকারীর আইনজীবী বৈদুর্য্য ঘোষাল বলেন, -“এর আগেও উনি হাইকোর্টে মামলা করেছিলেন। সেবার হাইকোর্ট মাফিয়াদের বাড়ি থেকে বের করে এদের দখল দিতে বলেছিল। হাইকোর্টের সেই নির্দেশও যথাযথভাবে পালন করেনি পুলিশ”।আদালত সূত্রে জানা যায়, মালদার গাজলের বাসিন্দা সুবল চন্দ্র দাস ১৯৮৪ সালে ২৩ শতক জমি কেনেন। অভিযোগ, ২০১৩ সালে সেই জমির রেকর্ড জমি মাফিয়ারা তাদের নামে করে নেয়। পরে আদালতের নির্দেশে রেকর্ড নিজের নামে করেন ওই শিক্ষক। তাতে ক্ষিপ্ত হয়ে জোর করে বাড়ি দখল করে নেয় মাফিয়ারা। সেই থেকে বাড়ি ছাড়া শিক্ষক ও তার পরিবার। তার ছেলে শ্যামসুন্দর বলেন, -“আদালতের নির্দেশ সত্বেও একেবারে চুপ পুলিশ। আমাদের কোনও সাহায্যই করছে না”। এ বিষয়ে জানতে গাজল থানার আইসি পুর্ণেন্দু মুখোপাধ্যায়কে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ফোন কেটে দেন।খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
মাফিয়াগিরি রুখতে হাইকোর্টের দারস্থ স্কুল শিক্ষক
