মামুন স্কুলের প্রাক্তনদের পুনর্মিলন ও ট্যালেন্ট সার্চ পরীক্ষা
সেখ সামসুদ্দিন, ১১ অক্টোবরঃ মেমারি মামুন ন্যাশনাল স্কুলের ২০০৬ সাল থেকে পথ চলা শুরু। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন ছাত্র দেশ বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক সহ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সেই সকল প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান হতে চলেছে ১৮ অক্টোবর ২০২৫। প্রায় ১৬০০ প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করবে বলে জানান শিক্ষক আব্দুর রশিদ। তিনি আরও জানান ৮২ জন প্রাক্তন শিক্ষকও আসছেন এই পুনর্মিলন অনুষ্ঠানে। মামুন ন্যাশনাল স্কুলের সেক্রেটারি কাজী মহঃ ইয়াসিন জানান পুনর্মিলন অনুষ্ঠানে উদ্বোধন পর্ব দুপুর ২টা থেকে ৪টা। এই পর্বে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ তথা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের চেয়ারম্যান ইমরান হাসান যিনি গোলাম আহমেদ মুর্তাজা সাহেব সম্পর্কিত মূল্যবান স্মারক বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন প্রাক্তন আইএএস অফিসার তথা জিডির প্রতিনিধি নুরুল ইসলাম। উদ্বোধন পর্বের পর ছাত্রদের কবিতা আবৃত্তি পাঠ, গজল, সঙ্গীত পরিবেশন সহ ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে ছাত্রদের মোটিভেশনে বক্তব্য রাখবেন সন্ধ্যায় পিএসসির অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট কর্ণধার এস সরকার। সেক্রেটারি জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের যেমন উৎসাহ আছে ঠিক তেমনভাবে বালিকা ইউনিটের ছাত্রীরাও পুনর্মিলন অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করে আবেদন রেখেছে। তাদের দাবি মেনে ২০২৬ এ প্রাক্তন ছাত্রীদেরও পুনর্মিলন অনুষ্ঠান করা হবে।
মামুন ন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় জি.ডি.চেরিটেবল সোসাইটি কলকাতা ও আল মদিনা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় জি. এ. মুর্তাজা ট্যালেন্ট সার্চ পরীক্ষা হতে চলেছে আগামী ২৬ অক্টোবর ২০২৫। পরীক্ষা শুরু বেলা ১১টা হতে দুই ঘন্টার। এই পরীক্ষায় পশ্চিমবাংলার সমস্ত জেলার চতুর্থ থেকে দশম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। বিশেষ স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের এককালীন নগদ পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান বিদ্যালয়ে শিক্ষক নুরুল ইসলাম। জি.এ.মুর্তাজা ট্যালেন্ট সার্চ পরীক্ষার মূল লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গঠন ও আর্থিক সহায়তা প্রদান করে উচ্চশিক্ষায় উৎসাহিত করা এই উদ্যোগ বিশিষ্ট ইতিহাসবিদ সমাজসেবী ও গবেষক গোলাম আহমাদ মুর্তাজা সাহেবের বিজ্ঞানমনস্ক সুদূর প্রসারী ভাবনা ও আদর্শের প্রতিফলন বলে জানান মামুন স্কুলের সম্পাদক কাজী মহঃ ইয়াসিন। তিনি আরো জানান চতুর্থ থেকে দশম শ্রেণী প্রত্যেক ক্লাস অনুযায়ী প্রথম ২০জনকে আর্থিক পুরস্কার সহ সার্টিফিকেট প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য বিশেষ ট্রফি থাকছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগণা ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে ভেনু করা হয়েছে অন্যান্য জেলার ছাত্র-ছাত্রীরা তাদের নিকটবর্তী জেলার ভেনুতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে অনলাইন এবং অফলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা হবে চারটি বিষয়ের ওপর গণিত, বিজ্ঞান, রিজনিং ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে মোট ১০০ টি এম.সি.কিউ. প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার ও প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাট হবে এবং বাংলা মাধ্যমে পরীক্ষা হবে বলে জানান মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মহঃ ইয়াসিন।