মামুন স্কুলের প্রাক্তনদের পুনর্মিলন উৎসব
সেখ সামসুদ্দিন, ১৮ অক্টোবরঃ মেমারি মামুন ন্যাশনাল স্কুলের ২০০০ সাল থেকে পথ চলা শুরু। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন ছাত্র দেশ বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক সহ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সেই সকল প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব আয়োজিত হয়। প্রায় ১৬০০ প্রাক্তন বর্তমান ছাত্র ও শিক্ষক অংশগ্রহণ করেন। বেলা ১১ টায় ভারতের জাতীয় পতাকা উন্মোচন করেন মামুন স্কুলের সুপারিন্টেনডেন্ট কাজী মহঃ তহসিন এবং ট্রাস্টি মেম্বার কাজী মহঃ তহসিন মামুন ন্যাশনাল স্কুলের পতাকা উত্তোলন করেন। পুনর্মিলন অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয় দুপুর ২টায়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান যিনি গোলাম আহমেদ মুর্তাজা সাহেব সম্পর্কিত মূল্যবান স্মারক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার তথা জিডির প্রতিনিধি সেখ নুরুল হক, জিডির প্রতিনিধি সৈয়দ নাসিরুদ্দিন, মামুন ন্যাশনাল স্কুলের বালিকা বিভাগের প্রধান মুনিরা বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক সানাউল্লাহ মণ্ডল, উদার আকাশের ফারুক আহমেদ, সমাজসেবী ও সাংবাদিক মহঃ সফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দ্বিতীয় পর্বে ছাত্রদের কবিতা আবৃত্তি পাঠ, গজল, সঙ্গীত পরিবেশন সহ ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬ টায় ছাত্রদের মোটিভেশনে বক্তব্য রাখেন পিএসসির অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট কর্ণধার এস সরকার। মামুন ন্যাশনাল সেক্রেটারি কাজী মহঃ ইয়াসিন জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের যেমন উৎসাহ আছে ঠিক তেমনভাবে বালিকা ইউনিটের ছাত্রীরাও পুনর্মিলন অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করে আবেদন রেখেছে। তাদের দাবি মেনে ২০২৬ এ প্রাক্তন ছাত্রীদেরও পুনর্মিলন অনুষ্ঠান করা হবে। এদিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মহঃ ইয়াসিন।