মা,শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস পালন,খয়রাশোলে

Spread the love

মা,শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস পালন,খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেরূপ শুক্রবার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের পূর্ব বরকোলা বাউরী পাড়ায় বীরভূম জেলাশাসকের পরিচালনায়,জেলার প্রান্তিক অঞ্চলগুলির শিশুদের শিক্ষার সার্বিক মানোন্নয়ন ঘটানোর লক্ষে টুমোরোজ ফাউন্ডেশন ও স্থানীয় দুটি অঙ্গনওয়ারী সেন্টারের উদ্যোগে এলাকার মা,শিশু ও অভিভাবকদের নিয়ে আন্তর্জাতিক ভাষাদিবস উপলক্ষে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।চেন তৈরী,মোমবাতি প্রজ্জ্বলন,বর্ণের কাটাকুটি,নাচ,গান সহ নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাড়াও প্রতিযোগিতায় সকল অংশগ্রহনকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। উপস্থিত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুমরোজ ফাউন্ডেশনের আনন্দপাঠ ২.০ প্রোগ্রামের খয়রাশোল ব্লকের সুপারভাইজার পূজা কুন্ডু,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, সংস্থার কমিউনিটি টিচার রিমা মন্ডল ও মাধবী মন্ডল,অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলাংশু শেখর চক্রবর্তী, শিক্ষক সাধন কুমার পান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য জেলার সাতটি ব্লক এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে এবং আনন্দ পাঠ ২.০ প্রোগ্রামটি ১৯ টি ব্লকের প্রতিটি অঙ্গন ওয়াড়ী কেন্দ্র চলছে বলে একান্ত সাক্ষাৎকারে জানান সংগঠনের খয়রাসোল ব্লক সুপার ভাইজার পুজা কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *