শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় মাসুমবাবার মাঝারে প্রার্থনা
সেখ সামসুদ্দিন,
করোনা পজিটিভ রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মা। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। আপাতত তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা যায়। একইসঙ্গে মারণ ভাইরাসের কবলে পড়েছেন শুভেন্দু অধিকারীর মা গায়েত্রীদেবী। ফলে উদ্বেগে রয়েছেন অধিকারী পরিবারের সঙ্গে অনুগামীবৃন্দ। বর্তমানে কোলাঘাটের গেস্টহাউসে আইসোলেশনে রয়েছেন শুভেন্দুবাবু। তাঁর বৃদ্ধা মা-ও চিকিৎসাধীন বলে জানা গেছে। অধিকারী পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যারা এই ক’দিনে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে এসেছেন তারা যেন সকলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেন। শুভেন্দু অধিকারী করোনা আবহে এলাকার মানুষকে সচেতন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। লকডাউন চলাকালীন হাজার-হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করেছেন। শেষ পর্যন্ত তিনিও করোনায় আক্রান্ত হলেন। সকলের দাদা শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় বিভিন্ন মন্দিরে, মসজিদে প্রার্থনা করছেন অগণিত ভক্ত। আজ পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের তক্তিপুরে মাসুমবাবার মাঝারে মা সহ শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন “দাদার অনুগামী”রা। একই সঙ্গে মাঝারে থাকা দুই খাদিমকে এবং আলামিন মিশন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক হাসিবুল সাহেবকে শুভেন্দু অধিকারীর পক্ষ হতে উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সহযোগে শুভেচ্ছা জানান দাদার অনুগামী দলের অন্যতম সদস্য মাফিজ মহম্মদ সেখ। এছাড়াও মন্ত্রীর পক্ষ হতে বিজরা এলাকার দুইটি টিমের খেলোয়াড়দের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া হয়।