মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন্স

Spread the love

মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন্স

পারিজাত মোল্লা,

শারীরিক সৌন্দর্য নয় বরং ষোড়শী থেকে মহিলাদের আভ্যন্তরীণ সৌন্দর্যের খোঁজে কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে নতুন ধরণের এক সৌন্দর্য প্রতিযোগিতা।

‘স্বিজিৎ প্রোডাকশনস’-এর উদ্যোগে এবং ‘অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট’ সংক্ষেপে ‘এ জি ডাব্লু ই’-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে ‘মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন।

আসন্ন ‘মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন’ সম্পর্কে কথা বলতে গিয়ে ‘স্বিজিৎ প্রোডাকশনস’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক
সায়ন্তনী কোলে বলেছেন, ” সমাজের একাংশ এখনও ভাবে নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য, কিন্তু বাস্তব এর থেকে সম্পূর্ণ আলাদা।
ষোড়শী থেকে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান।”

অপরদিকে ‘এ জি ডাব্লু ই’-র প্রতিষ্ঠাতা ও নির্দেশক অদ্বিতীয়া দত্ত বণিক জানিয়েছেন, “বেঙ্গল’জ ভ্যালেন্টাইন-এর সফলতার লক্ষ্যে ইতিমধ্যে অংশগ্রহণকারীদের নিয়ে শিক্ষণ-শিবির শুরু হয়ে গেছে। শিক্ষা ও ব্যাবসা জগতের লব্ধপ্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশগ্রহণকারীদের হাতে কলমে শিক্ষা দিচ্ছেন।”

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘রুমা স্কিন অ্যাণ্ড-বিউটি পার্লার’-এর রুমা পণ্ডিত ও ‘বিড়লা ভারতী’-র অধ্যক্ষা অপলা দত্ত বলেছেন, “বর্তমান সময়ে এই রাজ্যে হয়ে চলা সকল সৌন্দর্য প্রতিযোগিতার থেকে ধারে ও ভারে এই অনুষ্ঠান নতুনত্বের দাবী রাখে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *