মুকুটমনিপুরে গ্রীন ম্যারাথন দৌড়:
–সাধন মন্ডল বাঁকুড়া:——-মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রীন ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো মুকুটমণিপুরে। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো। খাতড়া মহকুমা শাসক ডা: শুভম মৌর্য্য সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ ও বিশিষ্ট মানুষজন।