মুক্তবাংলা পত্রিকা আয়োজিত “সেরা সুন্দরী-২৫” (সিজিন’১৪), যা শুরু হয়েছিল ২০০৯ সালে, পথ চলতে চলতে চৌদ্দবর্ষে পদার্পণ করতে চলেছে আগামী ২রা ফেব্রুয়ারি,২০২৫( রবিবার)। দক্ষিণবঙ্গে গ্লামারস এবং ফ্যাশন ওয়ার্ল্ড এর সর্ববৃহৎ এই ইভেন্টে আগামী দোসরা ফেব্রুয়ারি, রবিবার টাউন হল প্রাঙ্গণে, ঠিক সন্ধে ছটায় আপনাকে মুক্তবাংলা পরিবার আন্তরিকভাবে পাশে পেতে চায়🙏। আপনার উপস্থিতি আমাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে এবং সাফল্যের পথে নিয়ে যেতে উৎসাহিত করবে 🙏। অনুগ্রহ করে আপনি অবশ্যই 2 ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় (রবিবার) টাউন হল প্রাঙ্গণে উপস্থিত থেকে আমাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবেন এই আশা রাখি।
মুক্তবাংলা পত্রিকা আয়োজিত ‘সেরা সুন্দরী-২৫’
