মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্লক সভাপতি ও বিধায়কের মিছিল
সেখ সামসুদ্দিন, ৪ ফেব্রুয়ারিঃ গত কালই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা অন্যায় ভাবে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে সেই টাকা২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার মিটিয়ে দেবে। কারণ কেন্দ্রের এই বঞ্চনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সমস্যায় পড়ছেন এই গরীব প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলি। সেই মানুষগুলির হকের টাকা যা কেন্দ্রের দেওয়ার কথা তা অন্যায় ভাবে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জী এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। দিল্লিতে ও কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন এই প্রান্তিক মানুষগুলোর অধিকার রক্ষায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন সেই টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবেন। সাধারণ মানুষের এই অধিকার রক্ষায় এত বড় সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে অর্থাৎ রাজ্য সরকারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে দলীয় নির্দেশে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। হালারা মোড় থেকে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ যোগ দেন এই মিছিলে। মিছিলে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, এস টি সেলের নেতা তারক টুডু সহ সমস্ত অঞ্চলের নেতৃত্ব, প্রধান ও উপপ্রধানগণ। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর নামে বার বার জয়ধ্বনি দেওয়া হয়। বিধায়ক বলেন পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভাতেই মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার বিরুদ্ধে ২ রা ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ শুরু করবেন। আর সেই মঞ্চ থেকেই তিনি এতবড় ঘোষণা করলেন যে ১০০ দিনের কাজের টাকা আমাদের রাজ্য সরকার মিটিয়ে দেবেন। এর জন্য তিনি তাঁর বিধানসভার সমস্ত খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন এক ঐতিহাসিক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই সরকার যে মা মাটি মানুষের সরকার সেটা প্রমাণ হয়ে গেলো। গরীব, অসহায় খেটে খাওয়া মানুষ গুলোর মুখে হাসি ফোটালেন তিনি। আর মাত্র ১০থেকে ১২ ঘণ্টা সময়ের মধ্যে এই মিছিলে প্রায় ১০ হাজার মানুষ হাঁটলেন এর থেকেই প্রমাণ হয়ে যায় মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। ২১ লক্ষ মানুষের ১০০দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম, ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তবে ১০ ঘণ্টার ব্যবধানে মিছিলে এই বিপুল সংখ্যায় লোকের উপস্থিতি আগামী লোকসভা ভোটের মহড়া বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।