মুখ্যমন্ত্রীর পৌরসভা বিষয়ক ক্ষোভ প্রকাশের পর ফুটপাত দখলমুক্ত করতে মাঠে ময়দানে পৌরসভা
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মুখ্যমন্ত্রী রাজ্যের পৌরসভার পরিষেবা এবং তদারকি সহ বিভিন্ন বিষয়ের দিকগুলো তুলে ধরেন দিন গত সোমবার এবং একগুচ্ছ নির্দেশিকা জারি করেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে মিটিং ডাকা হয় এবং ফুটপাত দখলমুক্ত,বেআইনী নির্মাণ ও যানজট নিয়ন্ত্রণ করতে মাঠে ময়দানে নেমে পড়ে জেলার বিভিন্ন পৌরসভা কতৃপক্ষ।বুধবার সন্ধ্যা থেকে রামপুরহাট পৌরসভা পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসন এর তরফ থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রামপুরহাট পৌরসভার পৌরপতি, রামপুরহাটে মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা সরজমিনে থেকে ফুটপাত দখল মুক্ত করেছেন। আজকে থেকেই ফুটপাত দখল মুক্ত করা অভিযান শুরু হলো রামপুরহাট পৌরসভা সহ সিউড়ি,বোলপুর পৌরসভা এলাকাতে। ফুটপাতে যে সমস্ত হকাররা বসে থাকেন ব্যবসা করেন তাদের বাদ দিয়ে যেখানে কনস্ট্রাকশন করে ফুটপাত দখল করে রয়েছেন সেগুলিকেও মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়।পৌরসভার সূত্রে খবর এই অভিযান চলবেই ।