বুধবারে বাঁকুড়ায় মমতার কর্মীসভা মঞ্চে অন্তবর্তী স্থগিতাদেশ দিলনা হাইকোর্ট
সোমনাথ ভট্টাচার্য ,
গত রবিবার দুর্গাপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক সভা সারেন তিনি। বুধবার বাঁকুড়ায় কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । গন্ধেশ্বরী নদীর চরে ওই কর্মিসভার আয়োজন করা হয়েছে। এর জন্য নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। নদীর চরে মমতার কর্মিসভা বন্ধের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ এই কর্মীসভার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২২ জুন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের জন্য জেলা সফরে রয়েছেন। এদিন পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন। মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় বক্তব্য রাখবেন মমতা । এরপর রওনা দেবেন বাঁকুড়ায়। মঙ্গলবারই বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বুধবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মিসভা। সতীঘাট এলাকায় তৃণমূল সুপ্রিমোর কর্মিসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে জোরকদমে। আর ওই সভামঞ্চ ঘিরেই যত বিতর্ক শুরু । নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র এর ব্যাঘাতের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। ওই স্থানে সভা বন্ধের নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন করেন তিনি । মামলাকারীর আইনজীবী হাইকোর্টে জানান, – ‘ যে স্থানে জনসভা হবে, তা নদীর পারে। কয়েক হাজার মানুষ থাকেন। জনসভার জন্য নদীর বাঁধ নষ্ট হয়ে যাবে’।এর প্রতুত্তরে রাজ্য হাইকোর্টে জানায়, -‘ যেখানে জনসভা হচ্ছে, সেখানটা শুকনো ও ব্যক্তিগত মালিকানার অধীনে’। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ , -‘ স্থায়ী কোনও নির্মাণ হচ্ছে না। গন্ধেশ্বরী নদীও এই মুহূর্তে বহমান নয়। জমিটিও বেসরকারি মালিকানার অধীনে’। তাই জনসভা করার ক্ষেত্রে সমস্যা কোথায়, জানতে চায় ডিভিশন বেঞ্চ। শেষপর্যন্ত জনসভার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ।এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন রয়েছে বলে জানা গেছে ।মুখ্যমন্ত্রীর কর্মীসভার প্রাক্কালে আদালতের এহেন নির্দেশে ‘চনমনে’ বাঁকুড়া তৃণমূল কংগ্রেস।