মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি দুর্গোৎসবের শুভ সূচনা জেলায় ১৭ টি, খয়রাশোল ব্লকে -৩ টি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
হাতে গোনা আর কয়েকটা দিন বাকী বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের।ফুটেজ কাশফুল জানান দিচ্ছে মা আসছে।শুরু হয়েছে দুর্গোৎসবের উদ্বোধন পর্ব। মঙ্গলবার অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলায় ১৭ টি পুজার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে খয়রাশোল ব্লকে খয়রাসোল,আড়ং ও খড়িকাবাদ গ্রামেও উদ্বোধন অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়।লোকপুর থানার খড়িকাবাদ বিবেকানন্দ সমিতি পরিচালিত দুর্গোৎসবের ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘিরে আট থেকে আশি সমস্ত বয়সী মানুষের ঢল নামে মন্ডপের মধ্যে। অতিথিদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় নতুন সাজে সজ্জিত গ্রামের কিশোরীরা।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ কৌশিক সিনহা, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি, এএসআই নয়ন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।