মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে রাইপুরের বক্সী বাজারে মহিলাদের মহা মিছিল
:–শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া———-রাইপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পরিচালনায় রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলে বকশি বাজারে মহিলাদের মহা মিছিল অনুষ্ঠিত হলো আজ শনিবার বিকেলে। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু বাঁকুড়া জেলা পরিষদের সদস্য কালিপদ সরেন ঢেকো,ফুলকুসমা, মেলেড়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ সহ দলীয় কর্মীবৃন্দ বিশিষ্টরা। মিছিলে অংশ নেন বিধায়ক সহ বিশিষ্ট রা মিছিলে বেশিরভাগ মহিলাদের হাতে ছিল লক্ষীর ভান্ডারের কুপ ভাঁড়। গত ৮ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে মহিলাদের যেভাবে সম্মানিত করা হয়েছে তাতে খুশি মহিলারা। এবারের বাজেটে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, লক্ষীর ভান্ডারে টাকা ডবল করা হয়েছে সাধারণ মহিলাদের জন্য। তাছাড়া আর উচ্চ মাধ্যমিক পাস নয় এবার মাধ্যমিক পাস করলেই একাদশ শ্রেণীতে পড়াকালীন ছাত্রীরা পাবে স্মার্টফোন, সহ একগুচ্ছ জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।জঙ্গলমহল এলাকার মহিলারা সেই জন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও একটি মহা মিছিল সংগঠিত করেন। মিছিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মহিলা অংশ নেন।