সেখ সামসুদ্দিন, ৩০ নভেম্বরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিলি করা হয় আজ। পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চের কাছ থেকে এগুলি বিলি করা হয়। ব্লকের ১৩টি অঞ্চলেই এগুলো বিলি করা হবে। আজ শুরু করা হয় বেরুগ্রাম এবং চকদিঘী এই দুটি অঞ্চলকে দিয়ে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, প্রাণী দপ্তরের কর্মধক্ষ্য সুনীল ধারা সহ অন্যান্যরা। স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে এই মুরগি বাচ্চা গুলি বিলি করা হয়। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে স্বনির্ভর করতে রাজ্য জুড়ে প্রাণী দপ্তরের মাধ্যমে হাঁস, মুরগী, গরু, ছাগল বিতরণ করছেন। আজকের এই মুরগির বাচ্চাগুলি বিতরণের ফলে এগুলিকে পালন করে মানুষের যেমন আর্থিক সমস্যা মিটবে, ঠিক তেমনি মাংস এবং ডিমের যোগান ও থাকবে।