আমিরুল ইসলাম,
ভাতারের এরুয়ারে রবিবার পাঁচটা ত্রিশ মিনিটে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় জয় লাভ করল মুরাতিপুর, মাঠে উপস্থিত বিধায়ক।
গত দু মাস আগে ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাব একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এই খেলায়।
যার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় আজ মুখোমুখি অংশগ্রহণ করে মুরাতিপুর বনাম পান্ডুয়া।
এই খেলায় এক শূন্য গোলে মুরাতিপুর জয়লাভ করে।
মাঠে খেলা দেখতে হাজির হয়েছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ সৈয়দ বসির ও বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা।
খেলায় জয়ী ও বিজয়ী দলকে আর্থিক পুরস্কার সহ ট্রপিক তুলে দেয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
মাঠে দর্শক ছিল চোখে পড়ার মত।
জয় লাভের পর মুরাতিপুর গ্রামের সমর্থকরা আতশবাজি ফাঁটিয়ে আনন্দে মেতে ওঠেন।
খেলায় মুরাতিপুর কে জয় এনে দেয় অরুণ বিশ্বাস।
তিনি একমাত্র গোলটি করেন।
তাকেই ম্যান অব দ্যা ম্যাচ করা হয়।
খেলাটি অনুষ্ঠিত হয় এরুয়ার হাই স্কুল মাঠে ।
এবছর ১৪ বছরে পা দিল এই টুর্নামেন্ট ।
ম্যান অফ দ্যা সিরিজ হয় পান্ডুয়ার নিপে।