খায়রুল আনাম,
ঝাড়খণ্ড রাজ্য সীমানা লাগোয়া বীরভূমের যে সব এলাকাগুলি রয়েছে, সেইসব এলাকায় জাল লটারির টিকিটে ছেয়ে গিয়েছে বলে বার বার অভিযোগ উঠছে। এরমধ্যে মুরারই, নলহাটি, দুবরাজপুর এলাকায় জাল লটারির টিকিটের রমরমা অতিমাত্রায় বেড়ে গিয়েছে। ঝাড়খণ্ডে ছাপা হয়ে আসা জাল লটারির টিকিট বীরভূমের উপর দিয়ে পাশের জেলা মুর্শিদাবাদেও পাচার হচ্ছে। এবার তৎপরতা চালিয়ে মুরারই থানার পুলিশ শেখ জামালউদ্দিন ও শেখ হাসিবুল নামে দুই জাল লটারির টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার করলো। এদের বাড়ি মুরারই থানারই মিয়াপুর ও অন্যজনের বাড়ি ডুমুরগ্রাম। এদের জিজ্ঞাসাবাদ করে এই জাল লটারির টিকিট বিক্রিচক্রের অন্যদের সন্ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।