মেকমাইট্রিপ কলকাতায় নতুন ফ্র্যাঞ্চাইজি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করল
মেকমাইট্রিপ কলকাতায় নতুন ফ্র্যাঞ্চাইজি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করল
পারিজাত মোল্লা,
কলকাতা, ২৫ জানুয়ারি ২০২৬– ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল সংস্থা MakeMyTrip কলকাতার সল্টলেকে একটি নতুন Franchise Experience Centre চালু করল। এটি পশ্চিমবঙ্গে মেকমাইট্রিপের দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার। এই সম্প্রসারণের মাধ্যমে সংস্থাটি তার রিটেল উপস্থিতি আরও শক্তিশালী করল এবং অঞ্চলজুড়ে ভ্রমণপিপাসুদের জন্য ব্যক্তিগত ও অভিজ্ঞতাভিত্তিক ছুটির পরিকল্পনাকে আরও সহজলভ্য করে তুলল।
এই আধুনিক এক্সপেরিয়েন্স সেন্টারে রয়েছে ১৪.চালিত ট্রাভেল জোন, যেখানে গ্রাহকরা বিশেষ হেডসেট ও কন্ট্রোলারের মাধ্যমে কম্পিউটার নির্মিত থ্রিডি পরিবেশে বিশ্বের জনপ্রিয় গন্তবাস্থলগুলি অনুভব করতে পারবেন। এর মধ্যে রয়েছে দুবাই (UAE), এযেন্স (গ্রিস), ইস্তানবুল (তুরস্ক) প্যারিস (ফ্রান্স), লন্ডন (যুক্তরাজ্য), আমস্টারডাম (নেদারল্যান্ডস। বালি (ইন্দোনেশিয়া), সিডনি ও মেলবোর্ন (অস্ট্রেলিয়া), টরন্টো (কানাডা), ল্যাপল্যান্ড (ফিনল্যান্ড) মালদ্বীপ, থাইল্যান্ড এবং ইউরোপের জনপ্রিয় গন্তব্য যেমন বুদাপেস্ট (হাঙ্গেরি), মাদ্রিদ (স্পেন), পর্তুগাল ও মোনাকো।
উদ্বোধন উপলক্ষে জসমীত সিং, চিফ কমার্শিয়াল অফিসার হলিডেজ আন্ডে এক্সপেরিয়েন্সেস, Make My Trip বলেন,
ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্তে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উচ্চমূল্যের ভ্রমণের ক্ষেত্রে যেখানে সরাসরি আলোচনার মাধ্যমে আশ্বাস তৈরি হয়। কলকাতায় আমাদের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মাধ্যমে আমরা ডিজিটাল প্রযুক্তি ও ব্যক্তিগত পরামর্শের সমন্বয়ে গ্রাহকদের আরও অর্থবহভাবে গন্তব্যস্থল অনুভব করার সুযোগ করে দিতে চাই। কাস্টমাইজড ভ্রমণসূচির পাশাপাশি গ্রাহকরা জনপ্রিয় আন্তর্জাতিক গন্তবো ভারতের নির্দিষ্ট তারিখের গ্রুপ ট্যুরেও অংশ নিতে পারবেন, যেখানে থাকবে নিশ্চিত প্রস্থান, পেশাদার ট্যুর ম্যানেজার এবং সুচিন্তিত ভ্রমণসূচি।
এই উপলক্ষে আশিম মণ্ডল, পার্টনার, Make My Trip Experience Centre, Kolkata বলেন,
“এই যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত উৎসাহিত এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণ সংক্রান্ত সমস্ত প্রশ্নে সহায়তা করার জন্য আমাদের দলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর সঙ্গে Make My Trip-এর নিজস্ব টুল ‘MMTOne’ যুক্ত হওয়ায়, হলিডেজ বিভাগে প্রতিটি ভ্রমণ প্রয়োজনের জন্য আমরা সর্বোত্তম সমাধান দিতে সক্ষম হব।”
MakeMyTrip-এর জন্য কলকাতা একটি গুরুত্বপূর্ণ হলিডে প্যাকেজ বাজার। আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়, আর দেশীয় ভ্রমণের ক্ষেত্রে আন্দামান দ্বীপপুঞ্জ, কেরালা ও উত্তর পূর্ব ভারত শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে।



Post Comment