কয়লা খনিতে নিখোঁজ শ্রমিকদের পেতে নৌসেনার সাহায্য চাইলো মেঘালয় সরকার
জ্যোতিপ্রকাশ মুখার্জি, সম্পাদনা সহযোগী,
১২ দিন আগে মেঘালয়ে পূর্ব জয়ন্তী পাহাড়ে এক ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়।সেখানে কয়লা খনির মধ্যে জলমগ্ন হয়ে যায়।এতে অসংখ্য শ্রমিক আটকে পড়েছিল। তবে দমকল বাহিনী, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার দল অনেককেই উদ্ধার করে থাকে। তবে এখনও ৫ জন নিখোঁজ রয়েছে। এইসব নিখোঁজ পরিযায়ী শ্রমিকদের পেতে মেঘালয় সরকার নৌসেনা বাহিনীর সাহায্য চেয়েছে। কেননা জলমগ্ন কয়লা খনির ভেতর নৌসেনার অভিজ্ঞ ড্রাইভার ছাড়া অন্যদের নামা সম্ভব নয়। মেঘালয় জুড়ে রয়েছে ৫৬ কোটি টন কয়লা। যা তুলতে ভিনরাজ্য থেকে আসে হাজার হাজার পরিযায়ী শ্রমিক।৩ বছর আগে ১৫ জন মারা গিয়েছিল। চলতি বছরের জানুয়ারী মাসে ৬ জন মারা যায়। বেশিরভাগ কয়লা খনি অবৈধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নিখোঁজ শ্রমিকদের কয়লা খনিটিও অবৈধ। ইতিমধ্যেই পুলিশ এই খনি মালিক কে গ্রেপ্তার করেছে।