জুলফিকার আলি,
শিল্প শহর মেচেদায় বিকাল ৩ টায় আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র শ্রুতিমালা – র উদ্যোগে এক ভাব গম্ভীর পরিবেশে এসো কবিতায় কথা বলি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেচেদা বিদ্যাসাগর অডিটোরিয়ামে। বিভিন্ন বয়সের আবৃত্তিকার তাদের সুললিত কন্ঠে আবৃত্তি পরিবেশন করেন। শ্রুতি মালার কর্নধার স্বাতী ভৌমিকের অনন্য প্রচেষ্টায় কবিতার আসর জমে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশীষ চক্রবর্তী, সুকুমার মাইতি, ডা: বিশ্বনাথ পড়িয়া, শ্যামা পদ ভৌমিক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন মিতালী ভট্টাচাৰ্য। ধন্যবাদ জ্ঞাপন করেন শীতল ভৌমিক।