মেটেলা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে রাখীবন্ধন উৎসব পালন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রতি বছরের ন্যায় এ বছরও
মেটেলা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে শিক্ষক-শিক্ষিকা সহ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় জাকজমক ভাবে। শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে এই মধুর সম্পর্ক অটুট থাকার উদ্দেশ্যেই অনুষ্ঠানের আয়োজন। পড়ুয়াদের মধ্যে যেমন শিক্ষক-শিক্ষিকাদের হাতে রাখি পরিয়ে দেয় সেরকম বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারাও পড়ুয়াদের হাতে রাখি পরিয়ে দেয়। এছাড়াও বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করতে আসা মায়েদের হাতেও রাখি পরিয়ে দেওয়া হয়।মেটেলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এদিন রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, শুধুমাত্র মেটেলা উচ্চ বিদ্যালয় এর ‘ছাত্র-ছাত্রী এবং শিক্ষক’ এই মধুর সম্পর্কের সার্বিক মঙ্গল কামনার্থে নয় গোটা বিশ্বের এই মধুর সম্পর্কের মঙ্গল কামনার্থেই আজকের এই উৎসবের আয়োজন।