সেখ সামসুদ্দিন, ৮ মেঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা এক বিদ্যালয় এর ছাত্রী আফরিন মন্ডল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে আফরিন। অংকে ১০০, কেমিস্ট্রি ও বায়োলজিতে ৯৯ ফিজিক্সে ৯৭ বাংলায় ৯৫ ইংরেজিতে ৯৬ নম্বর নিয়ে পাস করে। এবারে নিট পরীক্ষা দিয়েছে ইচ্ছা আছে মেডিকেলে পড়ার। দিনে ৭-৮ ঘন্টা পড়াশোনা করে প্রাইভেট শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বাবা-মা সকলের সহায়তায় তার এই ফলাফল বলে জানায় আফরিন। আফরিনের বাবা আজিম মন্ডল একটি এমএসকে স্কুলের শিক্ষক এবং মা গৃহবধূ ও পোস্টাল এজেন্টের কাজ করেন। বাবা মায়ের একমাত্র সন্তান এই আফরিন মন্ডল পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে ভালোবাসে, মাঝেমধ্যে খেলাধুলা সিনেমা বা গান শোনালো নেশা আছে। সে মাধ্যমিকের র্যাঙ্ক না করলেও কলকাতা নিবেদিতা ইনস্টিটিউট থেকে ভালো ফলাফল করেছিল। তারপর সে মেমারিতে ভর্তি হয় এবং তার সাফল্যের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই আশাবাদী ছিলেন পঞ্চম থেকে ষষ্ঠ স্থান অধিকার করবে বলে জানান প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল এবং এই ফলে স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তার পরিবারের সকলেই আনন্দিত। এদিন নির্বাচনী বিধি চলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেমারি চক্র অফিসার ভজন ঘোষ বিদ্যালয় এসে তাকে সম্বর্ধনা জানান। এছাড়াও জেলা যুব সভাপতি রাসবিহারী মন্ডলের পক্ষ থেকে মেমারি শহর তৃণমূল যুব সভাপতি সৌরভ সাঁতরা স্কুলে এসে তাকে সম্বর্ধনা জানান।