মেমারিতে পথদুর্ঘটনায় মৃত যুবক
আনোয়ার আলি, মেমারি, ২০ মে ২০২৪ :
পূর্ব বর্ধমান জেলার মেমারির নুদীপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক। মৃত যুবকের নাম সুমন্ত হেমরম, বয়স আনুমানিক ২৮ বছর, এবং মৃত যুবকের বাড়ি, হুগলি জেলার ধনেখালি থানার হাজিপুর কলাপাড়া এলাকায়,
এদিন সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায় নুদিপুর সংলগ্ন এলাকায় এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এবং সেই সময় নুদিপুর জিটি রোড থেকে জৌগ্রাম রোডে জৌগ্রাম এর দিকে একটি ডাম্পার যাচ্ছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক হঠাৎ ডাম্পারের সামনে এসে পড়লে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় যুবক টি। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ।পুলিশ এসে ডাম্পারের চাকায় পিষ্ট যুবককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।