সেখ সামসুদ্দিন
মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড়ে ও চকদিঘী মোড়ে পৃথক দুই অনুষ্ঠানে রাখীবন্ধন উৎসব করা হয়। সেখানে ২০০ জন করে ৪০০ জনের হাতে মাস্ক তুলে দিয়ে মিষ্টিমুখ করানো হয়। বামুনপাড়া মোড়ে উপস্থিত ছিলেন পৌরপ্রশাসক স্বপন বিষয়ী ও বিদায়ী কাউন্সিলর সামসুল হক মির্জা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চকদিঘী মোড়ে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ড কো অর্ডিনেটর সুপ্রিয় সামন্ত, বিদায়ী কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ, জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুপ্রিয় সামন্ত জানান তিনি নিজ উদ্যোগে মাস্ক দেওয়ার সঙ্গে রাখীও পরান। অপরদিকে মেমারি ১ ব্লক যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কালসি মোড়ে রাখী বন্ধন উৎসব করা হয়। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, ব্লক যুব কল্যাণ আধিকারিক সুমিত চক্রবর্তী, কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, সদস্য মধুসূদন ভট্টাচার্য, কলেজ সরেন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে এক হাজার মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয়া হয়। মেমারি থানা পুলিশ প্রশাসনের পক্ষ হতেও ওসি সুদীপ্ত ঘোষের নেতৃত্বে বামুনপাড়া মোড়ে ও চকদিঘী মোড়ে পৃথকভাবে মাস্ক পরিয়ে রাখী উৎসব পালন করা হয়।