সেখ সামসুদ্দিন, ৩ জানুয়ারিঃ একটি প্রচারমূলক ক্রিকেট প্রতিযোগিতা হয় গন্তার ফুটবল ময়দানে। মেমারি-১ ও মেমারি-২ একাদশ বনাম মেমারি ওসি একাদশ। এসডিপিও সদর দক্ষিণের নেতৃত্বে ওসি একাদশ ছয় উইকেটে বিজয়ী হয়। এসডিও সদর দক্ষিণের অধিনায়কত্বে প্রথমে ব্যাট করে বিডিও একাদশ ১০ ওভারে ৮২ রান সংগ্রহ করে। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর অসাধারণ ব্যাটিং এর ফলে সহজে ম্যাচ জিতে যায় মেমারি ওসি একাদশ। এই প্রচারমূলক ম্যাচ ঘিরে এদিন মাঠে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রচুর দর্শকের উপস্থিতিতে ম্যাচটি বেশ জমে ওঠে। ম্যাচের সেরা ব্যাটস ম্যান এবং ম্যান অফ দ্য ম্যাচ হন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমাশাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, মেমারি-১ বিডিও ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি-২ বিডিও ডা. সৈকত মাজি, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, জামালপুর থানার ওসি রাকেশ সিং প্রমুখ। গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।