মেমারি কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক উৎসব

Spread the love

মেমারি কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক উৎসব

সেখ সামসুদ্দিন, ২২ ডিসেম্বরঃ মেমারি কলেজের উদ্যোগে ২২ ২৩ ডিসেম্বর দুইদিনব্যাপী নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল। এদিন কলেজের অতিথি তালিকায় থাকা জেলাশাসক, পুলিশ সুপার সহ সরকারি ও প্রশাসনিক আধিকারিকবৃন্দের কেউই উপস্থিত ছিলেন না। এ বিষয়ে অধ্যক্ষ জানান এই সময় দুয়ারে সরকার প্রোগ্রাম চলায় তারা বিভিন্ন জায়গায় পরিদর্শনে ব্যস্ত থাকার কারণে আসতে পারেন নি, তবে তারা অনুষ্ঠান কতক্ষণ চলবে খোঁজ নিয়েছেন সম্ভব হলে পরেও আসবেন। উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে সংগীত বিভাগের ছাত্রছাত্রীরা। পরে সংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের অধ্যাপিকা ডঃ লোপামুদ্রা চক্রবর্তী এবং বিভাগীয় ছাত্র-ছাত্রীরা চন্ডালিকা গীতিনাট্য পরিবেশন করেন। এদিনে বিভিন্ন বিভাগীয় যে স্টলের প্রদশর্নী করা হয় তা বিচারকমণ্ডলী পরিদর্শন করেন এবং তাদের পুরস্কার আগামীকাল অনুষ্ঠান মঞ্চ থেকে দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ। আজকে অনুষ্ঠান মঞ্চে অতিথি শিল্পী থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভট্টাচার্য এবং আগামীকাল প্রখ্যাত সংগীত শিল্পী অর্পিতা চক্রবর্তী এবং হাস্যকৌতুকে জয়ন্ত গাঙ্গুলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *